অদ্য ০১ নভেম্বর ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীতে হাইব্রিড ধান বীজ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে হাইব্রিড ধানের জাতের মূল্যায়ন ও নিবন্ধন পদ্ধতির উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জনাব আলহাজ্ব এস. এম. সিরাজুল ইসলাম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রশিক্ষণের উদ্বোধন করেন। জাতীয় বীজ বোর্ড কর্তৃক প্রকাশিত গেজেটের বিভিন্ন বিষয় নিয়ে জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং হাইব্রিড ধান বীজ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এসসিএ- র কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনাব মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষনার্থী কর্মকর্তাবৃন্দ নিবন্ধনের উদ্দেশ্যে হাইব্রিড ধানের জাতের ট্রায়াল বাস্তবায়নের বিভিন্ন সুবিধা ও অসুবিধাসমূহ তুলে ধরে মতামত প্রদান করেন।